News71.com
 International
 17 Dec 18, 11:33 AM
 238           
 0
 17 Dec 18, 11:33 AM

পাকিস্তানকে ঋণ দেবে না আইএমএফ

পাকিস্তানকে ঋণ দেবে না আইএমএফ

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের ঋণজাল থেকে মুক্তি পেতে আর্থিক ভাবে জর্জরিত পাকিস্তান ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড (আইএমএফ)-এর কাছ থেকে ৮ বিলিয়ন ডলার চেয়েছে৷ কিন্তু মার্কিন আইনসভার সদস্য ওভাবে পাকিস্তানকে ঋণ দেওয়াতে আপত্তি তুলেছে৷ কারণ যে চীন অনেক দেশকেই ঋণজালে জড়িয়েছে তাদের ঋণের অর্থ পরিশোধের জন্য এভাবে ঋণ দেওয়া উচিত নয় বলেই মনে করেছে৷

মার্কিন প্রতিনিধির আইএমএফ-এ কোনও সিদ্ধান্তে বাধা দেওয়ার ক্ষমতা রয়েছে বলে দাবি করেন ডেমোক্র্যাটিক কংগ্রেস প্রতিনিধি ব্র্যাড শের্মান যিনি ভিন্নমতাবলন্বী পাকিস্তানের নেতা আবেদনে সাপেক্ষে জানিয়েছেন, সম্প্রতি ট্রাম্প প্রশাসন পাকিস্তানের উপর যে ত্রাণের পরিমাণ কমিয়েছে তা বাড়ান সম্ভব নয়৷ শের্মান জানান, গত সপ্তাহে তিনিই ট্রাম্প প্রশাসনের কাছে পাকিস্তানের জন্য আইএমএফ ঋণের বিষয়টি তুলেছিলেন৷ এই প্রসঙ্গে তিনি জানান, তিনি চিন্তিত কারণ পাকিস্তানকে এভাবে ঋণ দেওয়া কোনও কাজের কাজ নয়৷ চীন যেভাবে বিভিন্ন দেশকে ঋণ দিয়ে ঋণজালে ফেলেছে তাতে ওদের ঋণের টাকা ফেরত না পেলেই প্রকৃত শিক্ষা পাবে৷ এই প্রসঙ্গে তিনি শ্রীলঙ্কা,আফ্রিকা প্রভৃতি জায়গার কথা তুলেছেন৷ কোনও ভাবেই চিনের কাছ থেকে নেওয়া ঋণের অর্থ মেটাতে পশ্চিমি দেশগুলি থেকে আর্থিক সহায়তা নেওয়া যাবে না৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন