News71.com
 International
 16 Dec 18, 01:12 PM
 253           
 0
 16 Dec 18, 01:12 PM

দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা উদ্ধার হল বীরভূমের অজয় নদীর ঘাট থেকে॥  

দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা উদ্ধার হল বীরভূমের অজয় নদীর ঘাট থেকে॥   

নিউজ ডেস্কঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বিরাট বোমা উদ্ধার হল বীরভূমের কোটা গ্রাম সংলগ্ন অজয় নদীর ঘাট থেকে৷ ঘটনায় এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে৷ পুলিশ ও স্থানীয়দের অনুমান, গতকাল শনিবার রাতে বালি তুলতে গিয়ে বোমাটি বেরিয়ে আসে৷ রাতের অন্ধকারে ওই বোমাটি ফেটে কোনও বিপদ হতে পারত৷ সকাল হতেই প্রকাশ্যে আসে বোমা উদ্ধারের খবর৷ বোমাটিকে ঘিরে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা তুঙ্গে ৷

বীরভুম জেলায় বোমা উদ্ধার কোনও নতুন ঘটনা নয়। প্রায়ই জেলার বিভিন্ন প্রান্ত থেকে বোমা উদ্ধারের খবর পাওয়া যায়। সেই তালিকায় নবতম সংযোজন হচ্ছে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা। পার্থক্য হচ্ছে সেই সকল বোমা দুষ্কৃতীদের ব্যবহারের। বর্তমান সমাজে আতংক বা নাশকতা ছাড়ানোর কাজে ব্যবহারের জন্য। বিশ্বযুদ্ধের গুরুত্ব সেই বোমায় থাকে না। যদিও রাজ্য থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা উদ্ধারের ঘটনা নতুন কিছু নয়। চলতি বছরের মে মাসে নদীয়া জেলার হাঁসখালি থানা সংলগ্ন ছোটচুপড়িয়া গ্রাম থেকে উদ্ধার হয়েছিল তীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বোমা ।

পুকুর সংস্কারের সময়ে জেসিবি ড্রাইভারের নজরে আসে এক দুর্লভ জিনিস। প্রথমে কোনও মূল্যবান ধাতু মনে করে ড্রাইভারটি বাড়িতে নিয়ে যায় ওই বোমাটিকে৷ তার পর বাড়ি গিয়ে ভালভাবে পরীক্ষা করলে তার ভ্রম সংশোধন হয়। সে তখনই হাঁসখালি থানায় খবর দেন তিনি৷ তারপরই স্থানীয় হাঁসখালি থানা থেকে উদ্ধার করা হয় এই বোমাটি। হাঁসখালির ওই পুকুর সংলগ্ন এলাকা দীর্ঘকাল থেকেই ‘বোমা গর্ত’ নামে পরিচিত। কিন্তু কেউ স্বপ্নেও ভাবেনি বোমা গর্তেই থাকবে রহস্যের মোড়কে মোড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বোমা ৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন