News71.com
 International
 13 May 16, 02:03 PM
 563           
 0
 13 May 16, 02:03 PM

প্রেসিডন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন হিলারি ক্লিনটন ।।

প্রেসিডন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন হিলারি ক্লিনটন ।।

আন্তর্জাতিক ডেস্কঃ প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়া থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন সরে যেতে পারেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক স্পিকার জন বোহেনার । ইমেইল কেলেঙ্কারির কারণে হিলারি সরে যেতে পারেন এবং তার স্থলাভিষিক্ত হতে পারে ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। লাস ভেগাসে গতকাল ১ সম্মেলনে ভাষণ দেয়ার সময় এ সব কথা বলেন রিপাবলিকান দলীয় জন বোহেনার ।

বোহেনার বলেন ২০১৬’র প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনকে প্রার্থী করা ডেমোক্র্যাটদের জন্য উচিত হবে।তাছাড়া হিলারি যদি নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ান এবং তার জায়গায় বাইডেনকে রাতারাতি দাঁড় করিয়ে দেয়া হলে তাতেও বিস্মিত হবেন না বলে জানান বোহেনার ।

নির্বাচনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প প্রসঙ্গেও কথা বলেছেন তিনি। তিনি বলেন যারা মনে করছেন নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প বিজয়ী হবেন তাদেরকে ধৈর্য ধরে দেখা উচিত।উল্লেখ্য আগামী ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের ৫৮তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন