News71.com
 International
 12 May 16, 09:22 PM
 518           
 0
 12 May 16, 09:22 PM

স্কার্ফ না পরায় ইরানের এক নারী সাংসদকে পার্লামেন্ট ঢুকতে না দেয়ার নির্দেশনা......

স্কার্ফ না পরায় ইরানের এক নারী সাংসদকে পার্লামেন্ট ঢুকতে না দেয়ার নির্দেশনা......

আন্তর্জাতিক ডেস্কঃ স্কার্ফ ছাড়া একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় ইরানের একটি বিচারিক সংস্থা দেশটির এক নারী সংসদ সদস্যের বিরুদ্ধে নির্দেশনা জারি করেছে। দেশটির আলেম ও ইসলামি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত ওই সংস্থা বলছে, মাথায় স্কার্ফবিহীন ছবি জনসমক্ষে প্রকাশের কারণে তিনি পার্লামেন্টে প্রবেশ করতে পারবেন না।

গত ফেব্রুয়ারিতে মিনু খালেঘি নামের ওই নারী দেশটির ইসফাহান শহরের একটি আসনে নির্বাচিত হয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, অনলাইনে প্রকাশিত ওই ছবি ভূয়া; যাদের রাজনৈতিক লালসা আছে তারাই এটি ছেড়েছে। দেশটির বিরোধ নিষ্পত্তি কমিটি গতকাল এ বিষয়ে এক শুনানিতে দাবি করেছে, অভিযোগের প্রমাণ থাকায় তিনি অফিস করতে পারবেন না।

ছবিতে দাবি করা হয়েছে, ইরানে স্কার্ফ পরা নারীদের জন্য বাধ্যতামূলক হলেও খালেগি মাথায় স্কার্ফ না পড়ে ইউরোপ এবং চীনে রয়েছেন। টেলিগ্রাম অ্যাপে ওই ছবি প্রকাশের অভিযোগে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে ইরান পুলিশ। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এ ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়ার পর তাকে আটক করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন