News71.com
 International
 13 Nov 18, 12:45 PM
 206           
 0
 13 Nov 18, 12:45 PM

১৮ নভেম্বর থেকে ভারত-রাশিয়ার যৌথ সামরিক মহড়া শুরু

১৮ নভেম্বর থেকে ভারত-রাশিয়ার যৌথ সামরিক মহড়া শুরু

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তর প্রদেশের ঝাঁসিতে ভারতীয় ও রুশ সেনাবাহিনীর যৌথ সামরিক মহড়া আগামী ১৮ নভেম্বর শুরু হবে বলে ঘোষণা দেয়া হয়েছে। রাশিয়ার পঞ্চম সেনাবাহিনী এবং ভারতের একটি পদাতিক ব্যাটালিয়ন ১১ দিনের এই মহড়ায় অংশগ্রহণ করবে। আজ মঙ্গলবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, বিনা ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত হবে মহড়া ইন্দ্রা ২০১৮। জাতিসংঘের অধীনে বিদ্রোহ দমনের কসরত হিসেবে এই মহড়া অনুষ্ঠিত হবে। এর লক্ষ্য হলো উভয় দেশের সেনাবাহিনীর যৌথ পরিকল্পনা বাস্তবায়ন এবং পারস্পরিক সহযোগিতা করার মাধ্যমে সামরিক সক্ষমতা বাড়ানো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন