News71.com
 International
 11 May 16, 11:06 AM
 587           
 0
 11 May 16, 11:06 AM

ব্রাজিলে সড়ক অবরোধ রৌসেফ সমর্থকদের....

ব্রাজিলে সড়ক অবরোধ রৌসেফ সমর্থকদের....

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের সড়ক অবরোধ করল রৌসেফ সমর্থকেরা। সেখানে পুলিশের দেয়া ব্যারিকেড ও রাস্তায় আগুন লাগিয়ে ক্ষোভ প্রকাশ করেছে তারা। দিলমা রৌসেফের অভিশংসনের বিষয়ে পদক্ষেপ নেয়ার পর নতুন করে এই সংঘর্ষ শুরু হয়। সড়ক অবরোধের কারণে ব্রাজিলের বিভিন্ন প্রদেশের মধ্যে যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গেছে।

জানাগেছে আজ বুধবার দেশটির সিনেটে রৌসেফের অভিশংসনের বিষয়ে ভোট হবে। সেখানে রৌসেফের বিরুদ্ধে তদন্তের পক্ষে অধিকাংশ ভোট পড়লে ১৮০ দিনের জন্য প্রেসিডেন্ট পদ হারাবেন রৌসেফ। এদিকে সরকারের তরফ থেকে অভিশংসন প্রক্রিয়া বাতিলের জন্য আবেদন করা হলেও তা নাকচ করে দেয় ব্রাজিলের কোর্ট।

বিবিসি সংবাদ থেকে জানা যায়, ব্রাজিলের পুলিশকে উদ্ধৃত করে জানায়, রাজধানীতে সকাল থেকে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে রৌসেফ সমর্থকরা। আর সে কারণে শহর জুরে সৃষ্টি হয়েছে যানজটের। বেশ কিছু প্রদেশের সঙ্গে রাজধানীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা করছে প্রসাশন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন