News71.com
 International
 10 May 16, 08:26 PM
 602           
 0
 10 May 16, 08:26 PM

রডরিগো দুর্দাতে হলেন ফিলিপাইনের নতুন প্রেসিডেন্ট

রডরিগো দুর্দাতে হলেন ফিলিপাইনের নতুন প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনের নতুন প্রেসিডেন্ট হলেন রডরিগো দুর্দাতে। আজ মঙ্গলবার বেসরকারিভাবে নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এতে রডরিগো বিপুল ভোটে জয়লাভ করেছেন। তিনি হচ্ছেন দেশটির ১৬তম প্রেসিডেন্ট।

পিপিসিআরভি অনুযায়ী, রডরিগো পেয়েছেন ১ কোটি ৫২ লাখ ৪৫ হাজার ৫৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মার রোকজাসের প্রাপ্তভোট সংখ্যা ৯১ লাখ ৮৩ হাজার ৯২৮টি।

ভাইস প্রেসিডেন্ট পদে বিজয়ী হয়েছেন জেজোমার বিনে। দেশটির সরকার জানিয়েছে দ্রুতই সরকারিভাবে নির্বাচনের ফল ঘোষণা করা হবে।

‘দ্য পানিশার’ নামে দেশটির জনগণ নয়া প্রেসিডেন্ট রডরিগোকে চেনেন। তিনি ফিলিপাইনের সাবেক প্রসিকিউটর এবং দক্ষিণাঞ্চলীয় দাভাও শহরের ২২ বছরেরও বেশি সময় ধরে মেয়র হিসেবে ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন