News71.com
 International
 19 Oct 18, 06:04 AM
 159           
 0
 19 Oct 18, 06:04 AM

ভারতের পদত্যাগী মন্ত্রী আকবরের মানহানির মামলা শুনবে আদালত

ভারতের পদত্যাগী মন্ত্রী আকবরের মানহানির মামলা শুনবে আদালত

আন্তর্জাতিক ডেস্কঃ নারী সহকর্মীদের যৌন হয়রানীর অভিযোগে ভারতের সদ্য ইস্তফা দেওয়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবরের মানহানির মামলা শুনতে রাজি হলো দিল্লির আদালত। দিল্লির মেট্রোপলিটন আদালতে প্রাক্তন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আইনজীবীরা এই মামলা করেন। গতকাল বৃহস্পতিবার শুনানির সময় প্রাক্তন এই মন্ত্রী নিজে হাজির ছিলেন না। আগামী ৩১ অক্টোবর সশরীরে হাজির থেকে আকবরকে তাঁর বক্তব্য রেকর্ড করার নির্দেশ দিয়েছে আদালত। এম জে আকবরের বিরুদ্ধে প্রথম অভিযোগ আনেন প্রিয়া রমানি নামে এক সাংবাদিক। এরপর গত কয়েক দিনে অন্তত ১৯ জন নারী তাঁর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন। তবে সেই সময় তিনি বিদেশ সফরে ছিলেন। দেশে ফিরে চাপের মুখে শেষ পর্যন্ত গত বুধবার তাঁকে ইস্তফা দিতে হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন