News71.com
 International
 01 Oct 18, 12:23 PM
 136           
 0
 01 Oct 18, 12:23 PM

নাফটা চুক্তি সংস্কারে কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা

নাফটা চুক্তি সংস্কারে কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা

আন্তর্জাতিক ডেস্কঃ কানাডা ও যুক্তরাষ্ট্রের আলোচকরা নর্থ আমেরিকান ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্টের (এনএএফটিএ) সংস্কার বিষয়ে গতকাল রবিবার রাতে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এ ব্যাপারে উভয় পক্ষ একটি চুক্তিতে পৌঁছেছে। চুক্তিটির ব্যাপারে একটি যৌথ বিবৃতি আশা করা হচ্ছে। নতুন নাফটার গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর বিষয়ে এ দুটি দেশ একটি চুক্তিতে উপনীত হয়েছে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের একটি সূত্র এমন খবর নিশ্চিত করেছে।

মার্কিন কংগ্রেসে সংশোধিত চুক্তির বিষয়বস্তু জমা দিতে বেধে দেয়া সময়সীমার দুই ঘণ্টা আগে স্থানীয় সময় রাত ১০টায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আহবানে মন্ত্রিপরিষদের এক জরুরি বৈঠকের পর এ চুক্তির কথা বলা হলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাফটাকে ইতিহাসের সবচেয়ে খারাপ চুক্তি হিসেবে অভিহিত করে ১৯৯৪ সালের এ বাণিজ্য চুক্তির পুনর্বিবেচনার ওপর গুরুত্ব দেন এবং গত আগস্টে তিনি যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মধ্যে আলোচনা শুরু করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন