News71.com
 International
 08 May 16, 11:59 AM
 549           
 0
 08 May 16, 11:59 AM

ভারতের ও পাকিস্তানের যেকোন আলোচনা হলেই আলোচ্যসুচির শীর্ষে থাকবে কাশ্মীর প্রসঙ্গ ।। পাক বিদেশ সচিব

ভারতের ও পাকিস্তানের যেকোন আলোচনা হলেই আলোচ্যসুচির শীর্ষে থাকবে কাশ্মীর প্রসঙ্গ ।। পাক বিদেশ সচিব

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সঙ্গে ভাল সম্পর্ক গড়তে হলে পারস্পরিক আস্থার ঘাটতি দূর করতে হবে। উভয় দেশকে একে অন্যের প্রতি সহানুভূতিশীল হতে হবে । ভারতের সঙ্গে দিপাক্ষিক শান্তি আলোচনা ফের শুরুর ব্যাপারে কথা বলতে গিয়ে এহেন মন্তব্য করলেন পাকিস্তানের বিদেশ সচিব এইজাজ আহমেদ চৌধুরি। থমকে থাকা ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক আলোচনা প্রক্রিয়া নতুন করে শুরু করতে যে কোনও উদ্যোগ তাঁরা সমর্থন করবেন বলে জানিয়েছেন পাক বিদেশসচিব ।

এইজাজ আহম্মেদ চৌধুরি বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে বিশ্বাসে ও আস্থার ঘাটতি আছে। দু দেশের সম্পর্কে উন্নতি ঘটাতে হলে সর্বপ্রথম তা দূর করতে হবে। তবে সেইসঙ্গেই তিনি বলেছেন, ভারত ও পাকিস্তান যখনই আলোচনায় বসুক, সেখানে আলোচ্যসূচির শীর্ষে থাকবে কাশ্মীর প্রসঙ্গই ।

পাশাপাশি ভারতীয় গুপ্তচর সন্দেহে পাকিস্তানে ধরা পড়া কুলভূষণ যাদবের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, এটাই পাকিস্তানের ঘরোয়া ব্যাপারে ভারতের কলকাঠি নাড়ার প্রমাণ। ভারত ইতিমধ্যেই যাদব ভারতীয় নৌবাহিনীর অবসরপ্রাপ্ত বলে স্বীকার করেছে। যদিও তাঁর সঙ্গে ভারত সরকারের কোনওরকম সম্পর্কে, যোগসাজশ অস্বীকার করেছে নয়াদিল্লি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন