News71.com
 International
 22 Sep 18, 02:30 PM
 205           
 0
 22 Sep 18, 02:30 PM

অত্যাধুনিক এস-৪০০ রুশ ক্ষেপণাস্ত্র কেনায় মার্কিন নিষেধাজ্ঞার আশঙ্কায় সৌদি আরব

অত্যাধুনিক এস-৪০০ রুশ ক্ষেপণাস্ত্র কেনায় মার্কিন নিষেধাজ্ঞার আশঙ্কায় সৌদি আরব


আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে পড়ার আশঙ্কা করছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মুসলিম দেশ হওয়ার পরও এই আশঙ্কা করছে দেশটি। রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনায় চীনের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের পর রিয়াদের এই আশঙ্কা জোরদার হয়েছে। জানা যায়, রাশিয়ায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত রায়েদ বেন খালিদ কারমালি আশা প্রকাশ করেছেন মস্কোর কাছ থেকে অস্ত্র কেনায় যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করবে না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই প্রত্যাশার কথা জানান। সৌদি দূত বলেন, আমি আশা করি কেউ আমাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে না। রায়েদ বেন খালিদ উল্লেখ করেন, চারটি সামরিক চুক্তিসহ ১৪টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় বাদশাহ সালমানের রাশিয়া সফরে। তিনি বলেন, এর মধ্যে মাত্র তিনটি চুক্তির বাস্তবায়ন শুরু হয়েছে।


গত বৃহস্পতিবার চীনের সেনাবাহিনীর ইকুইপমেন্ট উন্নয়ন বিভাগ ও এর প্রধান লি সাংফুর বিরুদ্ধেই মূলত এই নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। তাদেরকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে যুক্তরাষ্ট্রে তাদের সব সম্পদ বাজেয়াপ্ত হয়ে গেছে এবং কোনও মার্কিন নাগরিক তাদের সঙ্গে ব্যবসায়িক কার্যক্রমে অংশ নিতে পারবে না। এছাড়া মার্কিন আর্থিক ব্যবস্থার আওতায় কোনও কিছু রফতানিও করতে পারবে না। মূলত ২০১৬ সালে মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়ার বিরুদ্ধে ওই নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রুশ সু-৩৫ এবং এস ৪০০ কেনার মাধ্যমে সেই নিষেধাজ্ঞা ভঙ্গ করেছে চীন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন