News71.com
 International
 22 Sep 18, 02:03 PM
 162           
 0
 22 Sep 18, 02:03 PM

ডোনাল্ড ট্রাম্পের পরিণতি সাদ্দাম হোসেনের মতো হবে।।ইরানি প্রেসিডেন্ট রুহানি

ডোনাল্ড ট্রাম্পের পরিণতি সাদ্দাম হোসেনের মতো হবে।।ইরানি প্রেসিডেন্ট রুহানি

 

আন্তর্জাতিক ডেস্কঃ ডোনাল্ড ট্রাম্পের অবস্থা সাদ্দাম হোসেনের মতো হবে বলে হুশিয়ারি করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। হাসান রুহানি বলেন,মিসাইল বানানো অব্যাহত রাখবে তেহরান। আর যদি ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধে জড়ায় তাহলে তার পরিণতি সাদ্দামের মত হবে। খবর আল জাজিরা। আজ শনিবার ইরান ও ইরাক যুদ্ধের বার্ষিকী উপলক্ষে আয়োজিত জাতীয় প্রতিরক্ষা সপ্তাহে তেহরানে সামরিক বাহিনীর প্যারেড ও কুচকাওয়াজ অনুষ্ঠানে এ কথা বলেন রুহানি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর তেহরান ওয়াশিংটন সম্পর্কে টানাপড়েন দেখা দেয়। ইরানের ওপর নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা এই সম্পর্কের আরও অবনতি ঘটায়। ইরান ইরাক যুদ্ধের দিকে ইঙ্গিত করে হাসান রুহানি বলেন,ট্রাম্পকে সাদ্দাম হোসেনের ভাগ্য বরণ করতে হবে।

 

যুক্তরাষ্ট্রের চাপের মুখে মিসাইলের মতো প্রতিরক্ষা অস্ত্র তৈরি করা বন্ধ করবে না ইরান। ইরানি প্রেসিডেন্ট এমন এক সময় এই মন্তব্য করলেন যখন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ ট্রাম্প প্রশাসনকে শান্তির জন্য আসল হুমকি বলে উল্লেখ করেছেন। গতকাল শুক্রবার রাতে এক টুইটারে তিনি লিখেন,আমাদের অঞ্চল ও আন্তর্জাতিক শান্তির জন্য একটি সত্যিকারের হুমকি রয়েছে। আর সেটি হচ্ছে ট্রাম্প প্রশাসন। তারা কিছু দুর্বৃত্ত সহযোগীকে সঙ্গে নিয়ে বিশ্বকে অস্থিতিশীল করাকে অধিকার মনে করা। প্রসঙ্গত,ইরান ও ইরাক যুদ্ধের সূচনা হয় ১৯৮০ সালের সেপ্টেম্বর মাসে। জাতিসংঘের মধ্যস্থতায় ১৯৮৮ সালের আগস্টে যুদ্ধবিরতির মাধ্যমে এর অবসান ঘটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন