News71.com
 International
 05 May 16, 10:40 PM
 577           
 0
 05 May 16, 10:40 PM

ব্রাজিলের স্পিকার বরখাস্ত ।।

ব্রাজিলের স্পিকার বরখাস্ত ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলের পার্লামেন্টের নিম্ন কক্ষের স্পিকার এদুয়ার্দো কুনহাকে তার পদ থেকে বরখাস্ত করেছেন দেশটির উচ্চ আদালত। তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত কাজে বাধা দেওয়ার অভিযোগে তাকে বরখাস্ত করা হয়। দেশটির অ্যাটর্নি জেনারেলের অনুরোধে তাকে বরখাস্ত করা হয়েছে বলে আজ স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়।

ব্রাজিলের প্রেসিডেন্ট ডিলমা রৌসেফের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে স্পষ্টভাষী সমালোচক হিসেবে পরিচিত এদুয়ার্দো কুনহা। বিভিন্ন সময় প্রেসিডেন্টের বিরুদ্ধে কথা বলায় তাকে বরখাস্ত করা হয়েছে বলে অনেকে মনে করছেন। এর আগে রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি পেট্রোবাসের অপারেশন কার ওয়াশ ও লাভা জাটো প্রকল্পে ঘুষ নেওয়া এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে তিনি অভিযুক্ত হয়েছেন। তবে বরখাস্তের বিষয়ে কোনো মন্তব্য করেননি কুনহা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন