News71.com
 International
 20 Jul 18, 08:26 AM
 250           
 0
 20 Jul 18, 08:26 AM

দুর্নীতির দায়ে দক্ষিন কোরীয় সাবেক প্রেসিডেন্টের ৩২ বছরের কারাদণ্ড

দুর্নীতির দায়ে দক্ষিন কোরীয় সাবেক প্রেসিডেন্টের ৩২ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্কঃ দুর্নীতির দায়ে অভিযুক্ত সাবেক দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট পার্ক গিয়ুন হাই’কে নতুন করে আট বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে দেশটির একটি আদালত। পূর্বেই ২৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল তাকে। সব মিলিয়ে এখন ৩২ বছরের কারাদণ্ডে দণ্ডিত তিনি। খবর বার্তা সংস্থা রয়টার্সের। খবরে বলা হয়, বেশ কয়েকটি দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই ২৪ বছরের কারাদণ্ড ভোগ করছেন পার্ক। তার বিরুদ্ধে আনীত অভিযোগের মধ্যে রয়েছে, ক্ষমতার অপব্যবহার, ঘুষগ্রহণ ও বলপ্রয়োগ। শুক্রবার নতুন করে তার বিরুদ্ধে গোয়েন্দা তহবিলের তথ্য হাতিয়ে নেওয়া ও পার্লামেন্টারি নির্বাচনে হস্তক্ষেপ করার অভিযোগ আনা হয়েছে। সিউলের কেন্দ্রীয় জেলা আদালত শুক্রবার এক রায়ে বলেছে, পার্ক গিয়ুন হাই তার সাবেক সহযোগীদের সঙ্গে মিলে জাতীয় গোয়েন্দা সংস্থা থেকে ২ কোটি ৬৪ লাখ ডলারের বেশি পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছিল। পাশাপাশি ২০১৬ সালে পার্লামেন্টারি নির্বাচনে দেশটির ক্ষমতাসীন দলের প্রার্থী নির্বাচনে হস্তক্ষেপ করেছিল। গোয়েন্দা তহবিল থেকে অর্থ আত্মসাতের অভিযোগে তাকে বর্তমান শাস্তির পাশাপাশি নতুন করে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ও নির্বাচনে হস্তক্ষেপের জন্য আরো দুই বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। পার্ক তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করেছেন। শুক্রবারের রায় ঘোষণার সময়, তিনি আদালতে উপস্থিত ছিলেন না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন