News71.com
 International
 19 Jul 18, 06:47 PM
 248           
 0
 19 Jul 18, 06:47 PM

ভয়ঙ্কর হয়ে উঠছে তুরস্কের সেনাবাহিনী: যুক্ত হচ্ছে পাইলটবিহীন যুদ্ধবিমান...

ভয়ঙ্কর হয়ে উঠছে তুরস্কের সেনাবাহিনী: যুক্ত হচ্ছে পাইলটবিহীন যুদ্ধবিমান...

আন্তর্জাতিক ডেস্কঃ আন্তর্জাতিক মহলে উত্তাপ ছড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে ব্যস্ত বিশ্বের ক্ষমতাধর দেশগুলো।তারই জের ধরে ২০২৩ সালের মধ্যে নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম পাইলটবিহীন যুদ্ধবিমান আকাশে উড়াব তুরস্ক।আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধবিমানের নাম এখনও ঠিক করা না হলেও তুরস্কের সেনাবাহিনীকে এই বিমান সরবরাহ করবে বাইকার মাকিন নামক ইউএভি বা ড্রোন নির্মাণকারী প্রতিষ্ঠান।সম্প্রতি এই প্রতিষ্ঠানটি তুরস্কের জন্য প্রথমবারের মতো পাইলটবিহীন যুদ্ধবিমান তৈরির প্রকল্প হাতে নিয়েছে।

এ ব্যাপারে পাইলটবিহীন যুদ্ধবিমান নির্মাতা প্রতিষ্ঠান বাইকার মাকিনের প্রধান প্রযুক্তি কর্মকর্তা সেলসুক বাইরাক্তার বলেন, গতানুগতিক যুদ্ধের দিন শেষ। আর এই জন্যই আমাদের প্রতিষ্ঠান পাইলটবিহীন যুদ্ধবিমান তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে। ২০২৩ সালের মধ্যে প্রথম যুদ্ধবিমান আকাশে ওড়াতে সক্ষম হবো বলে আমরা আশা করছি।বাইরাক্তার আরও বলেন, তুরস্কের জন্য বিরাট ব্যয়বহুল প্রযুক্তির উন্নয়ন করা খুবই অস্বাভাবিক ব্যাপার।কিন্তু প্রতিরক্ষা শিল্পে সবাই বিরাট উন্নতি দেখতে চায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন