News71.com
 International
 03 May 16, 09:53 AM
 540           
 0
 03 May 16, 09:53 AM

নিরাপত্তা নিশ্চিত করতে রোম ও মিলানে ইতালীয় পুলিশের পাশাপাশি টহল দেবে চীনা পুলিশ।।

নিরাপত্তা নিশ্চিত করতে রোম ও মিলানে ইতালীয় পুলিশের পাশাপাশি টহল দেবে চীনা পুলিশ।।

আন্তর্জাতিক ডেস্কঃ পরীক্ষামূলকভাবে দুই সপ্তাহের জন্য ইতালির রাজধানী রোম ও দ্বিতীয় বৃহত্তম শহর মিলানে ইতালীয় পুলিশের পাশাপাশি টহল দেবে চারজন চীনা পুলিশ কর্মকর্তা।

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাঞ্জেলিনো আলফানোর বরাত দিয়ে বিবিসি বলেছে, পর্যটনের ভরা মৌসুমে চীনা পর্যটকদের মনে স্বস্তি আনতে এসব পুলিশ কর্মকর্তাকে মোতায়েন করা হচ্ছে। এসব চীনা পুলিশ কর্মকর্তা ইতালিয়ান ভাষায় কথা বলতে পারেন বলে জানিয়েছেন আলফানো।

তিনি বলেন, এ পদক্ষেপ সফল হলে তা ইতালির অন্যান্য শহরেও বিস্তৃত করা হবে। প্রতিবছর প্রায় ৩০ লাখ চীনা পর্যটক ইতালি ভ্রমণ করেন। শিগগিরই ইতালীয় পুলিশ কর্মকর্তারাও চীনের রাজধানী বেইজিং ও বৃহত্তম শহর সাংহাইয়ে চীনা পুলিশের পাশাপাশি টহল দিতে যাবেন বলে জানিয়েছেন আলফানো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন