News71.com
 International
 26 May 18, 05:53 AM
 211           
 0
 26 May 18, 05:53 AM

আত্মঘাতী হামলার পর ইন্দোনেশিয়ার কঠিন সন্ত্রাস বিরোধী আইন পাস।

আত্মঘাতী হামলার পর ইন্দোনেশিয়ার কঠিন সন্ত্রাস বিরোধী আইন পাস।

আন্তর্জাতিক ডেস্কঃ সন্ত্রাসীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে পুলিশ বাহিনীকে আরো বেশী ক্ষমতা প্রদান করে কঠোর সন্ত্রাস বিরোধী আইন পাস করেছে ইন্দোনেশিয়া। গত এক বছর ধরে চলমান ইসলামী জঙ্গি গোষ্ঠীর হামলার কারণে গতকাল শুক্রবার দেশটি এই আইন পাস করে। নতুন আইন অনুসারে, পুলিশ সন্দেহভাজন যেকোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় এক সপ্তাহ থেকে ২১ দিন পর্যন্ত আটক রাখতে পারবে। আইনটি সংসদে পেশ করা হয় গত বছর। সে সময় এই বিলের বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করা হয়। কিন্তু চলতি বছর ক্রমাগত জঙ্গি হামলার কারণে বিলটি দ্রুত পাস করার উদ্যোগ গ্রহণ করা হয়। নতুন সন্ত্রাস বিরোধী আইনে পুলিশ সন্দেহভাজন যেকোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় এক সপ্তাহ থেকে ২১ দিন পর্যন্ত আটক রাখতে পারবে। সেই সাথে সন্ত্রাসী সংগঠনের জন্য সদস্য সংগ্রহ করলে বা যোগদান করলে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করতে পারবে।

 


দেশটির মানবাধিকার সংগঠনগুলো নতুন আইনের বিরোধিতা করেছে। তারা বলেছে, আইনের কতিপয় বক্তব্যের অস্পষ্টতার কারণে যেকোনো গোষ্ঠী বা জনগণ হয়রানীর শিকার হবেন। চলতি মাসে দেশটির গির্জা ও পুলিশ স্টেশনে আত্মঘাতী জঙ্গি হামলায় ১৩ জন নিহত হয়েছে। দেশটির দ্বিতীয় প্রধান শহর আত্মঘাতী সংঘটিত এই হামলায় দু’টি পরিবারের সদস্যরা জড়িত। জড়িতদের মধ্যে ১২ বছর এক মেয়ে শিশুও রয়েছে। দেশটি আগামীতে এশিয়ান গেমসের আসর বসবে । এছাড়া আগামী অক্টোবর মাসে দেশটিতে আইএমএফ-বিশ্বব্যাংক সভাকে সামনে রেখে ইসলামী জঙ্গি গোষ্ঠীর হুমকি মোকাবেলা করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন