News71.com
 International
 03 May 16, 05:50 AM
 548           
 0
 03 May 16, 05:50 AM

জার্মানিতে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য রাস্তাতেই বসানো হয়েছে  ট্রাফিক লাইট ।।

জার্মানিতে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য রাস্তাতেই বসানো হয়েছে  ট্রাফিক লাইট ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ জার্মানির এক শহরে স্মার্টফোন ব্যবহারকারীদের সুবিধার জন্য অভিনব ব্যবস্থা চালু হয়েছে। স্মার্টফোন ব্যবহারের সময় রাস্তা পার হতে ট্রাফিক লাইট দেখতে এখন আর উপরে তাকানোর প্রয়োজন হবে না। রাস্তাতেই বসানো হয়েছে লাইট। ফলে স্মার্টফোনের দিকে চোখ থাকলেও ট্রাফিক লাইটে লাল, হলুদ নাকি সবুজ আলো জ্বলছে সেটি দেখা যাচ্ছে।

আউগসবুর্গ শহরের দু’টি ব্যস্ত মেট্রো স্টেশন এলাকায় এই ব্যবস্থা চালু করা হয়েছে৷ ১৫ বছরের একটি মেয়ে স্মার্টফোন ব্যবহারের সময় রাস্তা পার হতে গিয়ে ট্রাকের ধাক্কায় নিহত হওয়ার পর এই ধরনের ট্রাফিক লাইট স্থাপনের পরিকল্পনা করা হয়।

প্রশাসনের অন্যতম কর্তা স্টেফানি লার্মেন বলেন, এর ফলে মনোযোগের বিষয়টি একেবারে নতুন উচ্চতায় উঠে গিয়েছে৷ তার কথার সত্যতার কিছুটা প্রমাণ পাওয়া যায় সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে৷ বার্লিনসহ ইউরোপের কয়েকটি শহরে পরিচালিত সেই গবেষণায় দেখা গেছে, প্রায় ২০ শতাংশ পথচারী রাস্তা পারাপারের সময় তাদের স্মার্টফোনের কারণে অন্যমনস্ক অবস্থায় থাকে৷ তবে জার্মানির আরেক সংবাদপত্র ‘স্যুডডয়চে সাইটুং’ বলছে, অনেকেই এরকম ট্রাফিক ব্যবস্থাকে করদাতাদের অর্থের অপচয় বলে মনে করছে।

এর আগে ২০১৪ সালে চীনের একটি শহরে স্মার্টফোন ব্যবহারকারীদের চলাচলের জন্য আলাদা লেন নির্ধারণ করে দেওয়া হয়েছিল৷ সেই সময় শহরের এক কর্মকর্তা বলেছিলেন, ফুটপাতে অনেক বয়স্ক ও শিশুরা হাঁটাহাঁটি করে৷ তাদের সঙ্গে যেন স্মার্টফোন ব্যবহারকারীদের সংঘর্ষ না বাঁধে সেজন্য আলাদা অংশ নির্ধারণ করে দেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন