News71.com
 International
 16 Apr 18, 08:59 AM
 192           
 0
 16 Apr 18, 08:59 AM

অবশেষে সুর নরম করে ভারতের সঙ্গে আলোচনায় বসতে চায় পাকিস্তান।

অবশেষে সুর নরম করে ভারতের সঙ্গে আলোচনায় বসতে চায় পাকিস্তান।

আন্তর্জাতিক ডেস্কঃ অবশেষে সুর নরম করেছে পাকিস্তান। ভারতের সঙ্গে আলোচনায় বসতে চায় তারা। এমনটাই জানিয়েছেন সেদেশের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। তিনি বলেন, ভারত-পাক সমস্যার সমাধান একমাত্র শান্তিপূর্ণ আলোচনাই হতে পারে। কাশ্মীর সমস্যার সমাধানও নাকি শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমেই সম্ভব বলে মনে করছেন তিনি। আজ সোমবার পাকিস্তানের কাকুলে সেনা অ্যাকাডেমিতে পাসিং আউট প্যারেডে অংশ নিয়ে এমনই মন্তব্য করেছেন পাক সেনা প্রধান। শান্তিপূর্ণ এবং যুক্তিযুক্ত আলোচনাই একমাত্র ভারত পাক সমস্যার সমাধান করতে পারে। পাক সেনাবাহিনীর জনসংযোগ দফতরের পক্ষ থেকেও বিবৃতি জারি করে সেনা প্রধানের এই বক্তব্যটি প্রকাশ করেছে। তাঁর মতে, কোনও রাজনৈতিক দলের মধ্যস্থতা ছাড়াই দুই দেশকে আলোচনায় বসতে হবে। দুই দেশে শান্তি স্থাপনই হবে আলোচনার মূল লক্ষ্য। পাকিস্তান এই আলোচনায় বসতে সবসময় প্রস্তুত। তবে অবশ্য সেখানে পাকিস্তান তার উপযুক্ত সম্মান, মর্যাদা এবং সার্বভৌমত্ব কোনও আঘাত বরদাস্ত করবে না। তিনি আরও বলেন পাকিস্তান একটি শান্তি প্রিয় দেশ। কোনও রকম হানাহানি, হিংসা, রক্তপাত পছন্দ করে না। বিশেষ করে প্রতিবেশী দেশের সঙ্গে তো নয়ই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন