আন্তর্জাতিক ডেস্কঃ ক্যামব্রিজ অ্যানালিটিকার সিইও অ্যালেকজান্ডার নিক্সকে বরখাস্ত করা হয়েছে। ফেসবুক কেলেঙ্কারির জেরে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে। ফেসবুকের বিরুদ্ধে পাঁচ কোটি গ্রাহকের গোপনীয়তা ভঙ্গের অভিযোগ উঠেছে। আর এই অভিযোগের ব্রিটেন,ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রে ফেসবুকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। ক্যামব্রিজ অ্যানালিটিকার পরিচালনা পর্ষদ জানিয়েছে,পূর্ণাঙ্গ একটি স্বাধীন তদন্তের জন্য নিক্সকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। কোম্পানির ওয়েবসাইটের তথ্যানুযায়ী,ওই পদক্ষেপ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। ক্যামব্রিজ অ্যানালিটিকার বিরুদ্ধে অভিযোগ,প্রতিষ্ঠানটি মার্কিন নির্বাচনের ফল প্রভাবিত করতে বিনা অনুমতিতে কোটি-কোটি গ্রাহকের তথ্য সংগ্রহ করেছে।
জানা গেছে,২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের ক্যাম্পেইন টিম ক্যামব্রিজ অ্যানালিটিকাকে নিয়োগ দেয়। প্রতিষ্ঠানটির হাউজ অব কমন্সের কালচার কমিটির চেয়ারম্যান ড্যামিয়ান কলিন্স এমপি জানান,ফেসবুকের প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জাকারবার্গকে ব্রিটিশ পার্লামেন্টের একটি কমিটির সামনে সাক্ষ্য দিতে অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার এক টুইটে কলিন্স লিখেন,ফেসবুকের সঙ্গে প্রতারণা করেনি ক্যামব্রিজ অ্যানালিটিকা। খবর আসার পরই কেবল পদক্ষেপ গ্রহণ করেছিল ফেসবুক। মার্ক জাকারবার্গকে এ বিষয়ে জবাব দিতে হবে।