News71.com
 International
 15 Mar 18, 01:29 AM
 161           
 0
 15 Mar 18, 01:29 AM

ফের বড়সড় আর্থিক কেলেঙ্কারি সামনে এল ভারতের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের

ফের বড়সড় আর্থিক কেলেঙ্কারি সামনে এল ভারতের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের

আন্তর্জাতিক ডেস্কঃ ফের বড়সড় আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়াল ভারতের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক।নীরব মোদীর ১৫০০ কোটি টাকা কেলেঙ্কাকির পর এবার ৯.৯ কোটি টাকার প্রতারণার অভিযোগ৷মুম্বইয়ে পিএনবির শাখা থেকে পুলিশের কাছে ৯.৯ কোটি টাকা ঋণ খেলেপির অভিযোগ দায়ের হয়েছে৷গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷এই দিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে তিনটি বড় আর্থিক কেলেঙ্কারির অভিযোগ প্রকাশ্যে এল৷ অন্যদিকে, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের প্রাক্তন ডেপুটি ম্যানেজার গোকুলনাথ শেঠি, এসডাউব্লুও মনোজ খারাতর বিরুদ্ধে ১৩০০০ কোটি টাকা আর্থিক প্রতারণা মামলায় গ্রেফতার করেছে সিবিআই৷ধৃতদের জেরা করে চলছে তদন্ত৷তবে, একের পর এক আর্থিক কেলেঙ্কারি ঘটনা প্রকাশ্যে আসতেই ২০১৯ লোকসভা নির্বাচনের আগে অস্বস্তিতে পড়তে চলেছে মোদী সরকার৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন