আন্তর্জাতিক ডেস্কঃ আগামী মাস থেকে ফের শুরু হতে চলেছে ভারত-মার্কিন বৃহৎ দ্বিপাক্ষিক অনুষ্ঠিত হবে৷মার্কিন সেনেট মাইক পোমপেওকে পররাষ্ট্র সচিব হিসেবে মান্যতা দেওয়ার পরই নতুন করে আলোচনা শুরু হবে৷গত বছর হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠকের পর থেকে বৃহৎ টু প্লাস টু দ্বিপাক্ষিক আলোচনা শুরু হয়।কিন্তু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পদ থেকে রেক্স টিলারসনকে বরখাস্ত করার পর আলোচনা প্রক্রিয়া ঝুলে যায়৷আগামী মাস থেকে নতুন করে শুরু হতে চলা বৈঠকে অংশ নিতে পারেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্তারা৷