আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে যৌথ অর্থনৈতিক কমিশনের (জয়েন্ট ইকনোমিক কমিশন, সংক্ষেপে জেইসি) দ্বাদশ বৈঠক গতকাল বুধবার শুরু হয়েছে।দু’দিনব্যাপী প্রথম দিনে দু’দেশের শ্রম, অর্থ, বিনিয়োগ, বাণিজ্য, শুল্ক, বিমান পরিবহন, কৃষি, শিক্ষা, আন্তর্জাতিক ও সামাজিক বিভিন্ন বিষয়ে সহযোগিতা জোরদারের লক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত হয়।অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব কাজী শফিকুল আজমের নেতৃত্বে ১৭ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল অংশ নেয়।সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. নমিতা হালদার বৈঠকে অংশ নেন। রিয়াদে বাংলাদেশ দূতাবাস জানায়, প্রথম দিনের বৈঠকে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের বিষয়ে আলোচনা হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব কাজী শফিকুল আজম সৌদি আরবে প্রশিক্ষিত জনশক্তি নিয়োগ দেওয়ার লক্ষ্যে দেশটির পক্ষ থেকে বাংলাদেশে একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের আহ্বান জানান।তিনি তথ্য প্রযুক্তি, প্রকৌশল, হিসাবরক্ষণ ও ব্যাংক খাতে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের অনুরোধ জানান।বৈঠকে শ্রমসংক্রান্ত বিষয় ও সৌদি আরবে কর্মরত বাংলাদেশের অভিবাসী শ্রমিকদের স্বার্থ সংক্রান্ত বিষয়গুলো আলচিত হয়। আগামী দিনগুলোতে বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে দু’দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়।