আন্তর্জাতিক ডেস্কঃ অস্ট্রেলিয়ার সঙ্গে একগুচ্ছ চুক্তি স্বাক্ষর করলেন ভারত।সামাজিক নিরাপত্তা, বন্দি বিনিময়, মাদক পাচার রোধ, পর্যটন এবং শিল্প-সংস্কৃতি নিয়ে সমঝোতা ছাড়াও আগামী দিনে পরমাণু জ্বালানির ব্যাপারে দুদেশের মধ্যে বোঝাপড়া একরকম পাকা হয়ে গিয়েছে৷অস্ট্রেলিয়ার তরফে জানানো হয়েছে, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছর থেকে ভারতে ইউরেনিয়াম রপ্তানি করবে অস্ট্রেলিয়া৷এ ব্যাপারে অবশ্য গত মাসেই দিল্লিতে দুই শীর্ষনেতার মধ্যে চুক্তি হয়েছিল৷পৃথিবীর ইউরেনিয়াম ভাণ্ডারের ৪০ শতাংশ রয়েছে অস্ট্রেলিয়ায়৷বছরে তার অন্তত ৭ হাজার টন তারা রপ্তানি করে বর্হিবিশ্বে৷ ভারত-অস্ট্রেলিয়া সম্পর্ক নিয়ে সরকারি আধিকারিকদের মন্তব্য,এই অংশীদারি খুব স্বাভাবিক ব্যাপার৷অন্যদিকে ভারতের তরফে জানানো হয়েছে,দুই দেশের মধ্যে কৃষি, কৃষিজ পণ্য-প্রক্রিয়াকরণ, প্রাকৃতিক সম্পদ, জ্বালানি, অর্থকরী বিষয়, পরিকাঠামো, শিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে পারস্পরিক আদানপ্রদানের বিপুল সম্ভাবনা রয়েছে৷