আন্তর্জাতিক ডেস্কঃ ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে ভারত-চীন সম্পর্ক। চলছে পাল্টাপাল্টি হুমকি আর ভয়ঙ্করসব মহড়া। আর তারই জের ধরে এবার চীন সীমান্তে ক্ষমতা প্রদর্শন করতে অরুণাচলে সবথেকে বড় এয়ারক্রাফট নামাল ভারতীয় বিমানবাহিনী। গতকাল বুধবার সকালে অরুণাচল প্রদেশের তুতিং-এ অর্থাৎ চীন সীমান্তের গা ঘেঁষে অবতরণ করেছে সি-১৭ গ্লোবমাস্টার। পাহাড়ি অঞ্চলে সরু উপত্যকায় অবতরণ করানো হয়েছে বিমানটিকে। বিমানবাহিনীর পক্ষ থেকে থেকে ট্যুইট করে পাইলটের দক্ষতার প্রশংসা জানানো হয়েছে। এ ব্যাপারে ভারতীয় বিমানবাহিনীর মুখপাত্র বলেছেন,তুতিং-এ অবতরণ খুবই কঠিন। কারণ,সেখানে রয়েছে উঁচু পাহাড় ও উপত্যকা খুবই সংকীর্ণ। কিন্তু পাইলটের দক্ষতা ও বিমানটি উৎকৃষ্টতার জন্যই সম্ভব হয়েছে। এই অভিযান ছিল সামরিক শক্তি পরীক্ষার ক্ষেত্রে একটা বড়সড় কৌশলগত পদক্ষেপ। এই পরীক্ষামূলক অভিযানের সময় সি ১৭ গ্লোবমাস্টারে ছিল মোট ১৮ টন ওজন। উল্লেখ্য ভারতীয় বিমানবাহিনী সবথেকে বড় পন্যবাহী এয়ারক্রাফট হল এই সি ১৭ গ্লোবমাস্টার। এই অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ড চীন সীমান্তের খুবই কাছে।