News71.com
 International
 15 Mar 18, 10:02 AM
 199           
 0
 15 Mar 18, 10:02 AM

ভারতের সঙ্গে সামরিক সম্পর্ক দৃঢ় করতে চায় নেপাল।। প্রতিরক্ষা মন্ত্রী ঈশ্বর পোখরেল

ভারতের সঙ্গে সামরিক সম্পর্ক দৃঢ় করতে চায় নেপাল।। প্রতিরক্ষা মন্ত্রী ঈশ্বর পোখরেল

আন্তর্জাতিক ডেস্কঃ নেপালের নতুন প্রতিরক্ষা মন্ত্রী ঈশ্বর পোখরেল জানিয়েছেন,ভারতের সঙ্গে সামরিক সম্পর্ক আরও দৃঢ় করতে চায় নেপাল। ভারতের সঙ্গে সামরিক চুক্তির বিষয়ে সম্প্রতি বক্তব্য পেশ করেন তিনি। নেপালে ভারতীয় রাষ্ট্রদূত মঞ্জীভ সিং পুরির সঙ্গে এক বৈঠকে এই বিষয়ে কথা বলেন পোখরেল। তার মতে,দুই দেশই সম্পর্কের এই উন্নয়নে আগ্রহী। বৈঠকে,নেপাল-ভারতের সামরিক মহড়া সূর্য-কিরণের প্রসঙ্গও উঠে আসে। এই যৌথ মহড়ার সঞ্চালনা করবে ভারত। তবে নেপাল-ভারতের এই সামরিক চুক্তি যে বিশেষ তাৎপর্যপূর্ণ,সে বিষয়টিও স্পষ্ট করে দেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন