আন্তর্জাতিক ডেস্কঃ অস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর করার দাবিতে যুক্তরাষ্ট্রজুড়ে ক্লাস বর্জন করে প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা। গতকাল বুধবার সকালে দেশটির স্কুলগুলোর শিক্ষার্থীরা ক্লাস থেকে বের হয়ে পদযাত্রা কর্মসূচি পালন করে। স্থানীয় সময় সকাল ১০টায় দেশজুড়ে এই কর্মসূচি পালিত হয়। রাজনৈতিক বিভেদ ভুলে শিক্ষার্থীরা প্রতিবাদে অংশ নেয়। নিউ ইয়র্কের একটি হাইস্কুলের শিক্ষার্থী কেট হুইটম্যান বলেন,এখানে ডানপন্থী কিংবা বামপন্থী নয়,এটা সবার জন্য নিরাপত্তার বিষয়। তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে অস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর করার আন্দোলনে যোগ দিতে হবে। শিক্ষার্থীদের মূল দাবি ছিল তিনটি। প্রথমত- আক্রমণাত্মক অস্ত্র নিষিদ্ধ করা, দ্বিতীয়ত- অস্ত্র বিক্রয়ের আগে ক্রেতার জীবনের পেছনের তথ্য অনুসন্ধান করা এবং তৃতীয়ত- কাউকে সন্দেহ হলে আদালত যেন তার অস্ত্র রাখার বৈধতা বাতিল করতে পারে তা আইনে সংযুক্ত করা। ন্যাশনাল স্কুল ওয়াকআউট’ নামের একটি সংস্থা এই প্রতিবাদের আয়োজন করেন। এতে তিন হাজার স্কুলের শিক্ষার্থী অংশ নেয়।