News71.com
 International
 14 Mar 18, 06:44 AM
 170           
 0
 14 Mar 18, 06:44 AM

জল-স্থল ও আকাশের পর এবার মহাকাশ বাহিনী গঠনে আগ্রহের কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট

জল-স্থল ও আকাশের পর এবার মহাকাশ বাহিনী গঠনে আগ্রহের কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মহাকাশযুদ্ধের জন্য মহাকাশ বাহিনী নামে বিশেষ একটি বাহিনী গঠন করতে ইচ্ছার কথা জানিয়েছেন। এ ব্যাপারে ট্রাম্প জানান, এমন একদিন আসবে যেদিন মহাকাশ বাহিনী নামে আমাদের সশস্ত্র বাহিনীর আলাদা একটি শাখা থাকবে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো আজ জানিয়েছে, স্যান ডিয়েগোতে এক অনুষ্ঠানে সামরিক বাহিনীর সদস্যদের উদ্দেশে দেয়া এক ভাষণে ট্রাম্প এ কথা জানান।এ সময় ট্রাম্প আরও বলেন, মহাকাশ নিয়ে আমার নতুন কৌশল হচ্ছে, জল, স্থল এবং আকাশের মতো মহাকাশও আমাদের কাছে এক যুদ্ধক্ষেত্র। তাই সেখানে যুদ্ধ করার জন্য মহাকাশ বাহিনী নামেও আমাদের একটি আলাদা বাহিনী থাকবে। আর সেটা হবে এক বড় ব্রেকিং স্টোরি। এদিকে ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ আর ম্যাকমাস্টার কয়েক সপ্তাহ আগেই বলেছিলেন, মহাকাশে সংঘটিত হবে এমন যেকোন যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করবে যুক্তরাষ্ট্র।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন