News71.com
 International
 14 Mar 18, 06:42 AM
 139           
 0
 14 Mar 18, 06:42 AM

মুসলিমলীগ নেতা নওয়াজের পর এবার পিটিআই প্রধান ইমরান খানকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ।  

মুসলিমলীগ নেতা নওয়াজের পর এবার পিটিআই প্রধান ইমরান খানকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ।   

আন্তর্জাতিক ডেস্কঃ নওয়াজ শরীফের পর এবার পাকিস্তানের আরেক নেতা ইমরান খানের দিকেও জুতা ছুড়ে মারা হলো।গতকাল মঙ্গলবার রাতে পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর গুজরাটে একটি র্যাকলিতে অংশ নেন ইমরান খান। সেখানে একটি গাড়ির ওপর দাঁড়িয়ে বক্তব্য রাখছিলেন ৬৫ বছর বয়সী ইমরান খান।বক্তব্যের শেষ দিকে জনতার ভিড় থেকে একটি জুতা ছুটে আসতে থাকে ইমরান খানকে লক্ষ্য করে।তবে জুতাটি অল্পের জন্য তার গায়ে লাগেনি।জুতাটি এসে লাগে ইমরান খানের পাশে দাঁড়ানো পিটিআই দলের আরেক নেতা আলিম খানের বুকে।

ইমরান খানের দিকে যিনি জুতা ছুড়েছিলেন, আশেপাশের জনগণ সঙ্গে সঙ্গে তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।ইমরান খানও ওই মুহূর্তে স্থান ত্যাগ করেন।পাকিস্তানের রাজনৈতিকদের ওপর জনগণের পক্ষ থেকে এটি ছিল এ সপ্তাহের তৃতীয় হামলা এবং দ্বিতীয় জুতা নিক্ষেপ। গত রোববার (১১ মার্চ) একটি ইসলামি জলসা অনুষ্ঠানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দিকে জুতা ছুড়ে মারেন কিছু শিক্ষার্থী।এর ঠিক একদিন আগে, শনিবার (১০ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ দলের কর্মী সম্মেলনে বক্তব্য রাখার সময় শত শত মানুষের চোখের সামনে তার মুখে চুনকালি মাখিয়ে দেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন