আন্তর্জাতিক ডেস্কঃ গত ২৬ ফেব্রুয়ারী পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। শক্তিশালী ওই ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১২৫ জনে দাঁড়িয়েছে। এদিকে,দুর্গত এলাকায় নানাধরণের রোগ ছড়িয়ে পড়লে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ বুধবার দেশটির পুলিশ একথা জানায়। পুলিশ জানিয়েছে,নিহতের সংখ্যা বেড়ে এখন ১২৫ জনে দাঁড়িয়েছে। গত সপ্তাহে এই সংখ্যা ছিল ১০০। দুর্গম বসতিগুলো থেকে আরো মৃতের খবর পাওয়া গেছে। এদিকে, রয়্যাল পাপুয়া নিউ গিনি কন্সট্যাব্যুলারি এক বিবৃতিতে জানায়,সাউদার্ন হাইল্যান্ডসে এখন পর্যন্ত ৪৫ জন মারা গেছে। এছাড়াও হেলা প্রদেশে ৮০ জনের নিশ্চিত মৃত্যু হয়েছে। নিখোঁজ সকলের তল্লাশী অভিযান সম্পন্ন হলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। সাউদার্ন হাইল্যান্ডে ১৫ হাজার এবং হেলায় অন্তত ২০ হাজার লোক গৃহহীন হয়ে পড়েছে।