News71.com
 International
 13 Mar 18, 06:44 AM
 114           
 0
 13 Mar 18, 06:44 AM

নেপালে বিমান বিধ্বস্তের ঘটনা তদন্তে ৬ সদস্যের কমিশন গঠন।।

নেপালে বিমান বিধ্বস্তের ঘটনা তদন্তে ৬ সদস্যের কমিশন গঠন।।

আন্তর্জাতিক ডেস্কঃ নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় ছয় সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করেছে নেপাল। সূত্র জানায়,সাবেক সচিব যজ্ঞ প্রসাদ গৌতমকে তদন্ত কমিটির প্রধান করে দেশটির মন্ত্রিপরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল সোমবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয় সিংহ দরবারে এ সভা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার সকাল থেকে সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। তদন্ত কমিশনের অন্য সদস্যরা হলেন-লেফটেন্যান্ট কর্নেল ড. রাজীব দেব, ক্যাপ্টেন কে কে শর্মা, সুনীল প্রধান এবং উদ্ধব প্রসাদ সুবেদি। সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন যুগ্মসচিব বুদ্ধি সাগর লামিছানে। এদিকে নেপালের জনসংখ্যা ও পরিবেশবিষয়ক মন্ত্রী লালবাবু পণ্ডিত জানান,মন্ত্রিসভার পক্ষ থেকে তদন্ত কমিশনকে যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বৈঠকে বাংলাদেশের বিমান বিধ্বস্তে নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ এবং হতাহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন