আন্তর্জাতিক ডেস্কঃ ৩১ মার্চ নয়, আধার লিংক করা যাবে অনির্দিষ্টকাল ধরে।আজ মঙ্গলবার আধারের ডেডলাইন নিয়ে বড়সড় ঘোষণা করল ভারতীয় সুপ্রিম কোর্ট।ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল ফোন সহ বিভিন্ন ক্ষেত্রে আধার লিংকের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল ৩১ মার্চ।আগেই সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশে বলা হয়েছিল যে, কিছু ভর্তুকিযুক্ত পরিষেবা ছাড়া আর কোনও ক্ষেত্রে আধার সংযুক্ত করার জন্য বাধ্য করতে পারে না সরকার।আপাতত সেই নির্দেশই জারি রাখল সুপ্রিম কোর্ট।যতদিন পর্যন্ত না পাঁচ বিচারকের বেঞ্চ এই বিষয়ে রায় দেবে, ততদিন পর্যন্ত এটাই জারি থাকবে বলে উল্লেখ করা হয়েছে।
এদিন সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে যে, তৎকাল পাসপোর্টের ক্ষেত্রেও সরকার আধার লিংক করার জন্য জোর করতে পারে না।ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল সহ একগুচ্ছ পরিষেবার ক্ষেত্রে এখনই আধার সংযুক্ত করতে হচ্ছে না। বিভিন্ন ক্ষেত্রে আধার সংযুক্তকরণ গোপনীয়তা রক্ষার বিরুদ্ধ বলেও জানিয়েছে শীর্ষ আদালত।ভারতের এই আধার বর্তমানে বিশ্বের সবথেকে বড় ডেটা সেবা।মোদী সরকার ক্ষমতায় আসার পর ইনকাম ট্যাক্স থেকে শূরু করে মোবাইলের সিম কার্ড, সব ক্ষেত্রে আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক করেন।যে কোনও টিকিট বুকিং, পেনশন, সরকারি স্কিমের ক্ষেত্রে আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক করা হয়।তবে দেশের প্রযুক্তিবিদদের মতে, এই সংযুক্তিকরনের ফলে সাধারণ মানুষের গোপন তথ্য ফাঁস হয়ে যেতে পারে। আধারের তথ্যের সুরক্ষা নিয়ে ওঠে প্রশ্ন।একাধিকবার আধার তথ্য ফাঁসের অভিযোগও ওঠে।