আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তরাখণ্ডে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ১৩ যাত্রীর প্রাণহানি হয়েছে।এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।দুর্ঘটনায় প্রাণহানি বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।আজ সকালে ২৪ যাত্রী নিয়ে বাসটি আলমোর জেলার রামনগর-আলমোর সড়কের টোটাম গ্রামে দুর্ঘটনায় পড়ে।এতে ১৩ যাত্রীর প্রাণহানি হয়।দুর্ঘটনার পর জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রাথমিক দুর্ঘটনার কারণ জানা যায়নি।রাজ্যের মুখ্যমন্ত্রী রাওয়াত উদ্ধারকাজে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।