আন্তর্জাতিক ডেস্কঃ ফের ভয়াবহ বিস্ফোরণ ভারতের চন্ডীগড়ের সুকমাতে৷নকশাল হামলায় মৃত্যু হয়েছে ৯ সিআরপিএফ জওয়ানের৷আজ মঙ্গলবার সকালে এই হামলা হয়৷জানা গিয়েছে একটি আইইডি বিস্ফোরণ।সুকমা জেলার কিসতারাম এলাকায় এই বিস্ফোরণ ঘটে৷সিআরপিএফের ২১২ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা তখন নজরদারি চালাচ্ছিলেন৷ওই সময়ই বিস্ফোরণ হয়।আরও ৬ জন সিআরপিএফ জওয়ান গুরুতর আহত হয়েছে।এই ৬ জনের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক৷মাইন প্রোটেকটেড গাড়িতে বিস্ফোরণ হয়৷ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ জওয়ানের। গভীর জঙ্গলে তল্লাশি দেওয়ার সময় আচমকাই আইইডি বিস্ফোরণ ঘটে৷ বিস্ফোরণ ঘটানোর জন্য প্রচুর বিস্ফোরক ব্যবহার করে নকশালরা৷ বিস্ফোরণের পরেই ঘটনাস্থলে ছুটে যান আধিকারিকরা৷ গোটা এলাকা পরীক্ষা করে দেখা হয়৷ তল্লাশি জারি রয়েছে৷