News71.com
 International
 13 Mar 18, 06:06 AM
 152           
 0
 13 Mar 18, 06:06 AM

ভারতে বাঘ ধরতে গিয়ে রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে দুই বনকর্মীর।  

ভারতে বাঘ ধরতে গিয়ে রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে দুই বনকর্মীর।   

আন্তর্জাতিক ডেস্কঃ বাঘ ধরতে পাতা খাঁচার পাশেই রহস্যজনক ভাবে মৃত্যু হল বনদফতরের দুই কর্মীর।ঘটনাটি ঘটেছে ভারতের গোয়ালতোড়ের হামারগোড়ার জঙ্গলে।গোটা গোয়ালতোড় জুড়ে এখন একটাই আতঙ্ক।আতঙ্কের নাম বাঘমামা।তাঁর পায়ের ছাপের দেখা মিলছে, তবে লোকচক্ষুর সামনে আসতে নারাজ বাঘমামা।আর তাতেই রাতের ঘুম ছুটছে বনকর্মী থেকে শুরু করে গ্রামবাসীদের।বাঘের ছায়া এতই বিস্তৃত যে এখন বনকর্মীদের সঙ্গে রাত পাহারায় গ্রামবাসীরাও।

বাঘ ধরতে গোয়ালতোড়ের হামারগোড়ার জঙ্গলে খাঁচা পাতা হয়।গত সোমবার রাতে সেখানেই বন্ধুক হাতে নিয়ে পাহারায় ছিলেন দুই বনকর্মী।সকালে তাঁদের দেহই পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা।তবে দুটি দেহেই আঘাতের কোনও চিহ্ন নেই।কীভাবে মৃত্যু তা নিয়ে সন্দেহ রয়েছে।তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে ওই দুই বনকর্মীর।প্রসঙ্গত, যে এলাকায় দুই বনকর্মী পাহারায় ছিলেন, ওই এলাকাতেই গত সোমবার দুপুরে বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া গিয়েছিল। বিষয়টি খতিয়ে দেখছে গোয়ালতোড় থানার পুলিশ।তবে এই ঘটনায় এলাকায় আতঙ্কের পারদ যে আরও কয়েকগুণ বাড়ল তা বলার অপেক্ষা রাখে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন