News71.com
 International
 12 Mar 18, 10:15 AM
 152           
 0
 12 Mar 18, 10:15 AM

নেপালে ৭ বছরে ১৫ প্লেন ক্রাশের ঘটনা, নিহত ১৩৪ জন।।

নেপালে ৭ বছরে ১৫ প্লেন ক্রাশের ঘটনা, নিহত ১৩৪ জন।।

আন্তর্জাতিক ডেস্কঃ হিমালয়কন্যা নেপালে গত ৭ বছরে ১৫টি ছোট-বড় প্লেন ক্রাশের ঘটনা ঘটেছে। নেপালের জরিপ সংস্থা নেপাল ইন ডাটা অনুযায়ী, ২০১০ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত এসব প্লেন ক্রাশের ঘটনায় মোট ১৩৪ জন যাত্রী নিহত হয়েছেন। ওই ৭ বছরের প্রতিবছর কমপক্ষে একটি করে বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। চলতি বছরে বাংলাদেশি ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান আজ সোমবার দুর্ঘটনার শিকার হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন