News71.com
 International
 12 Mar 18, 10:13 AM
 135           
 0
 12 Mar 18, 10:13 AM

কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রবল ঝড়-বৃষ্টির শঙ্কা।

কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রবল ঝড়-বৃষ্টির শঙ্কা।

আন্তর্জাতিক ডেস্কঃ কলকাতাসহ রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।আজ সন্ধ্যা থেক রাতের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।আজ সোমবার থেকেই গরমে হাঁসফাঁস অবস্থা হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার। সপ্তাহের শুরুটাও হয়েছে গরম দিয়েই।তবে সন্ধ্যা থেকে মিলতে পারে স্বস্তি।কারন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতার বেশীরভাগ অঞ্চলেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে। বৃষ্টি হবে উত্তরবঙ্গের জলপাইগুড়ি , কোচবিহার , মালদা, দুই দিনাজপুরেও।তারফলে প্রচুর আর্দ্র হাওয়া প্রবেশ করছে রাজ্যের দক্ষিণপ্রান্তে।এই ঘূর্ণাবর্ত দক্ষিনী হাওয়া ও উত্তর পশ্চিমী হাওয়ার পরস্পরের ধাক্কায় এই ঝড় বৃষ্টির আবহ তৈরি হয়েছে দক্ষিনবঙ্গে।উত্তরবঙ্গের বৃষ্টির কারন পশ্চিমী ঝঞ্ঝা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন