News71.com
 International
 12 Mar 18, 10:08 AM
 126           
 0
 12 Mar 18, 10:08 AM

প্রধানমন্ত্রীর সফরে বাংলাদেশ-সিঙ্গাপুরের সম্পর্ক দৃঢ় হবে।।সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সেইন লুং

প্রধানমন্ত্রীর সফরে বাংলাদেশ-সিঙ্গাপুরের সম্পর্ক দৃঢ় হবে।।সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সেইন লুং

আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিঙ্গাপুর সফর দুই দেশের মধ্যে অংশীদারিত্বের সম্পর্ক আরো জোরদার করার একটি চমৎকার সুযোগ বলে মন্তব্য করেছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সেইন লুং।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিঙ্গাপুর সফরের দ্বিতীয়দিন আজ সোমবার দুপুরে তার সম্মানে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ইস্তানায় নিজ কার্যালয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করেন। এ মধ্যাহ্নভোজে দেওয়া বক্তব্যে লি সেইন লুং এসব মন্তব্য করেন। লি সেইন লুং বলেন,বাংলাদেশ দক্ষিণ এশিয়ার কেন্দ্রে অবস্থিত। এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগের জন্য বাংলাদেশ অত্যন্ত ভালো অবস্থানে রয়েছে।বঙ্গোপসাগর দক্ষিণ-পূর্ব এশিয়া, ভারত এবং শ্রীলঙ্কার সঙ্গে যুক্ত। বাংলাদেশের বিকাশমান বাজারে জ্বালানি এবং বন্দর খাতে উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। এ কারণে সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর এ ব্যাপারে আগ্রহ রয়েছে।সিঙ্গাপুরের অন্যতম বৃহত্তম বিনিয়োগকারী প্রতিষ্ঠান সেম্বকর্প, যার সিঙ্গাপুরের পাওয়ার প্লান্টে প্রায় ১১০ কোটি ডলার বিনিয়োগ রয়েছে। সিঙ্গাপুর পোর্ট অথরিটিস (পিএসএ) বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে তাদের ব্যবসা বাড়াতে আগ্রহী।শেখ হাসিনার এ সফরে দুই দেশের মধ্যে বিমান চলাচল চুক্তি নবায়ন দুই দেশের মানুষকে আরো কাছাকাছি আনবে। এর মধ্য দিয়ে ব্যবসা বাণিজ্যের পথ সুগম হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন