News71.com
 International
 12 Mar 18, 10:46 AM
 154           
 0
 12 Mar 18, 10:46 AM

আরব দেশগুলোকে সাথে নিয়ে ইরানের বিরুদ্ধে নেমেছে ইসরায়েল।। গোলাম আলী রাশিদ

আরব দেশগুলোকে সাথে নিয়ে ইরানের বিরুদ্ধে নেমেছে ইসরায়েল।। গোলাম আলী রাশিদ


আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের খাতামুল আম্বিয়া ঘাঁটির প্রধান মেজর জেনারেল গোলাম আলী রাশিদ বলেছেন,কয়েকটি আরব দেশকে নিয়ে ইসরায়েল ইরানের বিরুদ্ধে নেমেছে। তবে তিনি বলেন,ইরানের শক্তি-সামর্থ্য ভালোভাবে উপলব্ধি করেছে ইসরাইল। তারা বুঝে গেছে ইরানের সঙ্গে সংঘাত সহ্যের ক্ষমতা তাদের নেই। মধ্যপ্রাচ্যে ইরানের অবস্থান পর্যালোচনা বিষয়ক এক বৈঠকে রবিবার তিনি এসব কথা বলেন। মেজর জেনারেল রাশিদ আরো বলেন,ইরান মধ্যপ্রাচ্যে আইএস সন্ত্রাসীদের পরাজিত করার মাধ্যমে সিরিয়া ও ইরাকে স্থিতিশীলতা প্রতিষ্ঠা করেছে। এর পাশাপাশি সামরিক ও নিরাপত্তা হুমকির মোকাবেলায় ইরানের শক্তি ও সামর্থ্য বেড়েছে। মধ্যপ্রাচ্যে ইরানের শক্তি ও প্রভাব বাড়ার ফলে শত্রুদের জন্য ইরানবিরোধী তৎপরতা চালানো কঠিন হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রও এ বাস্তবতা উপলব্ধি করতে পারছে বলে মন্তব্য করে তিনি বলেন,কোনো কোনো আরব দেশকে সঙ্গে নিয়ে ইসরাইল ও পাশ্চাত্য ইরানের বিরুদ্ধে ফ্রন্ট গড়ে তুলেছে। এর ফলে অনেকেই মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু ফিলিস্তিনকে ভুলতে বসেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন