আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তুরস্কের একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে ওই বিমানের ১১ জন আরোহীর সবার প্রাণহানি ঘটেছে বলে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে।তুরস্কের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় গতকাল রবিবার সন্ধ্যায় বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি দুবাইয়ের শারজাহ বিমানবন্দর থেকে ইস্তাম্বুলের উদ্দেশে রওয়ানা হয়েছিল। সর্বশেষ খবর অনুযায়ী, ইরানি উদ্ধারকারী দল বিমানটির খোঁজে ওই অঞ্চলে অভিযান চালাচ্ছে।