News71.com
 International
 11 Mar 18, 11:17 AM
 164           
 0
 11 Mar 18, 11:17 AM

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে তেল আবিবে বিক্ষোভ।  

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে তেল আবিবে বিক্ষোভ।   

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দেশটির রাজধানী তেল আবিবে আবারও বিক্ষোভ হয়েছে।আজ রবিবার কয়েক হাজার মানুষ এ বিক্ষোভে অংশ নিয়েছেন। দুর্নীতির অভিযোগে নেতানিয়াহু ও তার মন্ত্রীদের পদত্যাগ দাবি করেছেন বিক্ষোভকারীরা।বিক্ষোভকারীদের হাতে বিভিন্ন রকমের প্ল্যাকার্ড দেখা যায় যাতে লেখা ছিল ক্রাইম মিনিস্টার, বিশ্বাসঘাতক নেতানিয়াহু, দুর্নীতিবাজ মন্ত্রীদের পদত্যাগ চাই।গত কয়েক সপ্তাহে ইসরায়েলের পুলিশ নেতানিয়াহুকে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করেছে। তার বিরুদ্ধে ঘুষ নেয়া, প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের তিনটি মামলা রয়েছে। এরইমধ্যে অন্তত দুটি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। 

একটি মামলায় ব্যবসায়ীদের কাছ থেকে উপহারের নামে ঘুষ নেওয়া এবং বিনিময়ে ভালো কভারেজ দেয়ার জন্য একটি পত্রিকার মালিকের সঙ্গে আলোচনা করার অভিযোগ আনা হয়েছে। অন্যটিতে আনা হয়েছে জার্মানি থেকে সাবমেরিন কেনার সময় দুর্নীতির অভিযোগ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন