আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর মুখে কালি লেপে দেওয়ার পর এবার দেশটির সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রীকে জুতো ছুঁড়ে মারার ঘটনা ঘটেছে। আজ রবিবার এক সেমিনার চলাকালীন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে জুতো ছুঁড়ে মারল এক প্রাক্তন ছাত্র।জানা গিয়েছে পাকিস্তানের গারহি সাহুতে জামিয়া নাইমিয়ায় এক সেমিনারে সভামঞ্চে বক্তৃতা দিতে উঠেছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।সেসময়ই নওয়াজ শরিফের দিকে তাক করে একজন মঞ্চে জুতো ছুঁড়ে মারে।সেই জুতো গিয়ে লাগে নওয়াজ শরিফের বুকে।এরপর অভিযুক্ত সেই ব্যক্তি মঞ্চে উঠেপড়ে নওয়াজের সামনে দাঁড়িয়ে স্লোগান দিতে শুরু করে।যদিও এই জুতো ছুঁড়ে মারার ঘটনায় নওয়াজ শরিফ আহত হননি বলে খবর। তবে ঘটনার পরই জুতো ছুঁড়ে মারা ওই ব্যক্তিকে আটক করে সেমিনারের দায়িত্বে থাকা ব্যক্তিরা। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
অন্যদিকে মঞ্চে ভাষণ দেওয়ার সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফের মুখে কালো কালি নিক্ষেপ করেন এক ব্যক্তি।আর ওই ছবি ভাইরাল হয়ে পড়েছে।এসময় খাজা আসিফের চেহারার বাম অংশ ও গায়ের সাদা পাঞ্জাবি কালিতে ছেয়ে যায়।গতকাল শনিবার শিয়ালকোটে ভাষণ দেওয়ার সময় খাজা আসিফের মুখে বোতল ভর্তি কালো কালি নিক্ষেপ করেন এক ব্যক্তি। মুসলীম লীগের কর্মীরা ওই ব্যক্তিকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেন।খাজা আসিফ বলেন,ওই ব্যক্তিকে কেউ টাকা দিয়ে আমার ওপর কালি নিক্ষেপের জন্য পাঠিয়েছে।তাকে ছেড়ে দেওয়া হোক। তার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই।এতে আমার ওপর রাজনৈতিক কোনো প্রভাবও পড়বে না।হাজারো মানুষের দোয়া রয়েছে আমার সঙ্গে।