News71.com
 International
 11 Mar 18, 07:11 AM
 144           
 0
 11 Mar 18, 07:11 AM

আগামী ৫ বছরে বাংলাদেশ ও পাকিস্তানের সীমান্তকে নিশ্ছিদ্র করে তুলবে বিএসএফ

আগামী ৫ বছরে বাংলাদেশ ও পাকিস্তানের সীমান্তকে নিশ্ছিদ্র করে তুলবে বিএসএফ

আন্তর্জাতিক ডেস্ক: আর খুব বেশি হলে ৩-৫ বছর। তার মধ্যেই ভারতের সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের সীমান্তবর্তী এলাকাগুলিতে একেবারে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা যাবে। এই বিষয়ে আশাবাদী বিএসএফের ডিজি কে কে শর্মা। সংবাদ সংস্থা পিটিআই এই খবর জানিয়েছে। বিএসএফ ডিজি জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকাতে ‘কমপ্রিহেনসিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম’ বা CIBMS গড়ে তোলার কাজ চালাচ্ছে বিএসএফ। যে সব সীমান্তবর্তী অঞ্চলে কাঁটাতারের বেড়া তোলা কঠিন, এই নয়া অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থায় সেই সব গলদ মিটিয়ে দেবে। কে কে শর্মা বলছেন, ”ভারতের সঙ্গে পাক ও বাংলাদেশ যেখানে সীমান্ত ভাগ করে নিয়েছে, সেখানে ইতিমধ্যেই CIBMS-এর কাজ শুরু হয়ে গিয়েছে। আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে ওই কাজ সম্পূর্ণ হয়ে যাবে।’ জম্মুতে ভারত ও পাকিস্তানের মধ্যে প্রায় ৫ কিলোমিটার এলাকা ও অসমের ধুবরিতে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে এই নয়া প্রতিরক্ষা ব্যবস্থা বসানো হয়ে গিয়েছে।

ঘটনা হল, দুই প্রতিবেশী দেশের সঙ্গেই ভারত এমন কিছু সীমান্ত ভাগ করে নিয়েছে- যেখানে নদী বা উঁচু পাহাড় থাকায় কাঁটাতারের বেড়া বা অন্য কোনও উপাদান বসিয়ে ভূখণ্ড স্পষ্টভাবে ভাগ করা সম্ভব নয়। সেখানেই এই CIBMS বসানো হবে। এটি একধরনের বৈদ্যুতিন নিরাপত্তা ব্যবস্থা। অদৃশ্য লেজার রশ্মির সাহায্যে দুই দেশের ভূখণ্ডকে ভাগ করা যাবে। কেউ এই নিরাপত্তা ব্যবস্থা টপকে অনুপ্রবেশ করতে গেলেই কয়েক হাজার ভোল্টের কারেন্ট অনুপ্রবেশকারীকে ছিটকে ফেলে দেবে। কোনও যন্ত্রের সাহায্যে এই লেজারের তার ছেঁড়াও সহজ কথা নয়। এটি পরিচালিত হবে বিএসএফের সেনা ছাউনি থেকে। এই নিরাপত্তা ব্যবস্থার সঙ্গেই লাগানো থাকে বিশেষ ক্যামেরা। যা হিট সিগন্যালকে ধরে ফেলে। উরিতে পাক জঙ্গিদের হামলার পরে এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা বসানোর কথা চলছে। বিএসএফের ডিজি আরও জানিয়েছেন, নোট বাতিলের পর সীমান্তে অসাধু নোট পাচার চক্রের রমরমা কমেছে। কারণ, নতুন নোট জাল করা সহজ নয়। এদিন বিএসএফ ও বাংলাদেশের বিজিবি-র যৌথ উদ্যোগে দুই দেশেরই সীমান্তবর্তী অঞ্চলের অংশবিশেষকে ‘ক্রাইম-ফ্রি জোন’ হিসাবে চিহ্নিত করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন