News71.com
 International
 11 Mar 18, 02:16 AM
 117           
 0
 11 Mar 18, 02:16 AM

মার্কিন নেতৃত্বাধীন কোনো যুদ্ধেই আর জাড়াবে না পাকিস্তান।  

মার্কিন নেতৃত্বাধীন কোনো যুদ্ধেই আর জাড়াবে না পাকিস্তান।   

আন্তর্জাতিক ডেস্কঃ ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্ক।আর তারই জের ধরে এবার পাকিস্তান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মাদ আসিফ জানালেন, আর কখনও আমেরিকার হয়ে যুদ্ধ করবে না তার দেশ।পাকিস্তানের জাতীয় পরিষদে দেওয়া বক্তৃতায় একথা বলেন তিনি।এসময় খাজা আসিফ বলেন, আফগানিস্তান এবং আরও কয়েকটি মুসলিম দেশ প্রায়ই আশা করে যে, পাকিস্তান তাদের সীমানার ভেতরে গিয়ে তাদের হয়ে যুদ্ধ করুক। কিন্তু পাকিস্তান কখনও মার্কিন নেতৃত্বাধীন কোনও যুদ্ধে জাড়াবে না।এক প্রশ্নের জবাবে খাজা আসিফ মুসলিম দেশগুলোর মধ্যকার অনৈক্য ও নানা সমস্যার কথা তুলে ধরেন।


পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মাদ আসিফ বলেন,মুসলিম দেশগুলো শত্রুদেরকে সহায়তা না করলে কোনো শত্রু দেশ মুসলিম দেশগুলোর ক্ষতি করতে পারত না। তিনি আরও বলেন, এটা সবাই জানে যে, আইএসকে কারা ইরাক থেকে আফগানিস্তানে এনেছে। এই গোষ্ঠীর পরবর্তী টার্গেট যে পাকিস্তান তা বলার অপেক্ষা রাখে না।অতীতের শাসকেরা দেশের সার্বভৌমত্বের বিনিময়ে কেবল নিজেদের স্বার্থ রক্ষার জন্য আমেরিকার প্রতিরক্ষার জন্য ‘ভুয়া জিহাদ’ করেছে।এগুলো পাকিস্তানের জন্য বড় ভুল ছিল বলেও তিনি মন্তব্য করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন