News71.com
 International
 11 Mar 18, 02:14 AM
 114           
 0
 11 Mar 18, 02:14 AM

২ লক্ষ ভারতীয় আইটি কর্মীকে নিয়োগ দিচ্ছে জাপান।

২ লক্ষ ভারতীয় আইটি কর্মীকে নিয়োগ দিচ্ছে জাপান।

আন্তর্জাতিক ডেস্কঃ দেশের তথ্যপ্রযুক্তি পরিকাঠামোর দ্রুত বৃদ্ধির জন্য ভারত থেকে ২ লক্ষ তথ্যপ্রযুক্তি কর্মী নিতে চলেছে জাপান।ভারত–জাপান বিসনেস পার্টনারশিপ সম্মেলনে এ কথা জানালেন জাপানের বৈদেশিক শিল্প সংগঠনের (‌জেটরো)‌ এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শিহগেকি মেডেয়া। জেটরো এবং বেঙ্গালুরু চেম্বার্স অফ কর্মাসের যৌথ উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়।এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শিহগেকি মেডেয়া বলেন, ‘ভারতের তথ্যপ্রযুক্তি কর্মীদের জন্য জাপানের দরজা সর্বদা খোলা রয়েছে।২ লক্ষ আইটি কর্মীদের আমরা নিয়োগ করব।শুধু তাই নয়, সেইসব কর্মীদের গ্রিনকার্ডও প্রদান করা হবে যাতে তাঁরা জাপানেই নিশ্চিন্তে বসবাস করতে পারেন। জাপানের তথ্যপ্রযুক্তি পরিকাঠামোর উন্নয়নেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মেডেয়া জানান, ২০৩০ সালের মধ্যে জাপানের লক্ষ্য ৮ লাখ আইটি কর্মীকে ভারত থেকে জাপানে নিয়ে যাওয়া এবং সেখানেই তাঁদের স্থায়িভাবে বসবাস করার সব ধরনের সুযোগ–সুবিধা দেওয়া।তিনি বলেন, সম্প্রতি জাপানে ৯,২০,০০০ জন আইটি কর্মী রয়েছেন।কিন্তু জরুরী ভিত্তিতে সেখানে আরও ২ লক্ষ আইটি কর্মীর প্রয়োজন।তা ভারত থেকেই নেওয়া হবে।২০৩০ সালের মধ্যে ভারত থেকে ৮ লক্ষ তথ্যপ্রযুক্তি কর্মীকে জাপানে নিয়োগ করা হবে।জাপানের এই সিদ্ধান্তের ফলে লক্ষ লক্ষ ভারতীয় আইটি কর্মীর স্বস্তি মিলল। যাঁরা এতদিন ট্রাম্পের এইচ–১বি ভিসার সিদ্ধান্তের চাপে পড়েছিলেন। জাপান গতবছরই ঘোষণা করেছিল, তাদের দেশে যে সমস্ত উচ্চ পারদর্শী বিদেশি আইটি কর্মীরা রয়েছেন তাঁদের জাপান গ্রিণ কার্ড প্রদান করবেন একবছরের মধ্যেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন