News71.com
 International
 11 Mar 18, 02:12 AM
 109           
 0
 11 Mar 18, 02:12 AM

সম্পত্তিতে সমান উত্তরাধিকারের দাবীতে তিউনিসিয়ায় নারীদের বিক্ষোভ।  

সম্পত্তিতে সমান উত্তরাধিকারের দাবীতে তিউনিসিয়ায় নারীদের বিক্ষোভ।   

আন্তর্জাতিক ডেস্কঃ তিউনিসিয়ায় সম্পত্তিতে সমান উত্তরাধিকারের দাবিতে বিক্ষোভ করেছে নারীরা।গতকাল শনিবার দেশটির রাজধানী তিউনিসে বিক্ষোভ করেছেন তারা। শনিবার বিক্ষোভে অংশ নেওয়া নারীরা তিউনিসে পার্লামেন্টের কাছে সমাবেশ করেন। নারীদের ওই বিক্ষোভে কয়েকজন পুরুষও যোগ দেন বলে জানা গেছে।বিক্ষোভে অংশ নেওয়া নারীদের দাবী, ইউরোপের নারীদের সঙ্গে সামঞ্জস্য রেখে সম্পত্তিতে সমান উত্তরাধিকার দিতে হবে তিউনিসিয়ার নারীদের।

একজন অধিকারকর্মী বলেন,আমরা ইউরোপিয়ান নারীদের মতো সমঅধিকার চাই।আমরা কেবল আমাদের অধিকার চাই।তবে এটা সত্য যে, অন্য আরব দেশগুলোর নারীদের তুলনায় তিউনিসিয়ার নারীরা বেশি অধিকার প্রয়োগ করতে পারেন।প্রসঙ্গত, উত্তর আফ্রিকার মুসলিম প্রধান দেশ তিউনিসিয়া। দেশটির নারীরা ওই অঞ্চলের অন্য যেকোনো দেশের চেয়ে বেশি স্বাধীনতা পেয়ে থাকেন। গত বছর দেশটিতে মুসলিম নারীদের অমুসলিম পুরুষ বিয়ে করার অনুমতি দেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন