আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাজ্যে ইরানি দূতাবাসে কয়েকজন উগ্রপন্থী হামলা করেছে। আর এই কারণে তেহরাণে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান। গতকাল শনিবার ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপবিষয়ক মহাপরিচালক ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেন। এ বিষয়ে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান,ব্রিটিশ রাষ্ট্রদূতকে ডেকে দূতাবাসে হামলার ঘটনায় কঠোর প্রতিবাদ জানানো হয়েছে। তিনি জানান,ব্রিটিশ রাষ্ট্রদূত দুঃখ প্রকাশ করেছেন। হামলাকারীদের কয়েকজনকে ব্রিটিশ পুলিশ আটক করেছে বলে তিনি অবহিত করেছেন। প্রসঙ্গত,লন্ডনে কয়েকজন হামলাকারী গত শুক্রবার ইরানি দূতাবাসের দেয়াল বেয়ে উঠে দেশটির পতাকা নিচে ফেলে দেয়।