আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মিরে চলমান উত্তেজনাকে কেন্দ্র করে বন্ধ ঘোষণা করা স্কুল-কলেজের কার্যক্রম আবারও শুরু হতে যাচ্ছে। কাশ্মিরভিত্তিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে,আজ শনিবার উত্তর ও মধ্যাঞ্চলীয় এলাকার স্কুল-কলেজগুলো খুলে যাচ্ছে।তবে দক্ষিণ কাশ্মিরের স্কুল-কলেজগুলো খুলবে সোমবার।৩ মাসের শীতকালীন অবকাশের পর গত ৫ মার্চ কাশ্মিরের মাধ্যমিক স্কুলগুলো খোলার কথা ছিল।কিন্তু ৪ মার্চ থেকে কাশ্মিরের পরিস্থিতি আরও বেশি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠার পর আবারও স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়।নিয়ন্ত্রণরেখায় ভারত-পাকিস্তানের গোলাগুলি নিয়ে উত্তেজনা চলার মধ্যেই ৪ মার্চ রাতে সোপিয়ানে ভারতীয় সেনাবাহিনীর টহল ভ্যান আক্রান্ত হয় জঙ্গি হামলায়।সেনাকর্মীদের পাল্টা গুলিতে সেসময় এক জঙ্গি নিহত হয়।পুলিশ ঘটনাস্থলের খানিকটা দূরে একটি গাড়ি থেকে তিন তরুণের মরদেহ উদ্ধার করে।
প্রসঙ্গত,কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে বেসামরিক নিরপরাধ মানুষকে হত্যার পর তাদের জঙ্গি প্রমাণের চেষ্টার জোরালো অভিযোগ রয়েছে।এ ঘটনাকে কেন্দ্র করে কাশ্মির পরিস্থিতি আরও উত্তাল হয়ে ওঠে।লোকজন বিক্ষোভ করতে রাস্তায় নেমে আসে।জারি করা হয় কারফিউ।স্কুল-কলেজ ও ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।