News71.com
 International
 11 Mar 18, 12:20 PM
 127           
 0
 11 Mar 18, 12:20 PM

ইন্দোনেশিয়ার ইসলামিক বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ হলো বোরকা।

ইন্দোনেশিয়ার ইসলামিক বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ হলো বোরকা।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ার একটি ইসলামিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে ছাত্রীদের বোরকা পরা নিষিদ্ধ করেছে।অবশ্য বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্ত অযৌক্তিক বলে এর সমালোচনা করছে অনেকেই।জাভার ইয়োগাকার্তা শহরে অবস্থিত দ্য স্টেট ইসলামিক ইউনিভার্সিটি তাদের ক্যাম্পাসে মৌলবাদী চিন্তা-চেতনাকে রুখতে এমন সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ক্যাস্পাসে বোরকা পরা ছাত্রী এবং মৌলবাদী দলগুলো সুস্থ শিক্ষাদানে বাধা সৃষ্টি করছে। এ কারণে নিয়মিত বোরকা অথবা নেকাব পরে এমন ৪১ জন স্নাতক ছাত্রীকে নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সেখানে সবার সম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তে বলা হয়, তারা সবাই হিজাব পরতে পারবে, তবে নিজেদের মুখ ঢাকতে পারবে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এই সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে সবার সঙ্গে আলাদা করে শলা-পরামর্শ করা হবে।

 

দ্য স্টেট ইসলামিক ইউনিভার্সিটির মতে, বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণের স্থানে বোরকা অথবা নেকাব না পরলে তেমন কোনো ক্ষতি হবে না। এদিকে এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে প্রতিবাদ করেছে বিভিন্ন ইসলামিক দল। তাদের দাবী, বোরকা পরা হচ্ছে নারীর দায়িত্ব এবং এই সিদ্ধান্তের ফলে তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হবে।১৭ হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়া বিশ্বের বৃহৎ মুসলিম দেশ। আয়তনের দিক দিয়ে ইন্দোনেশিয়া বিশ্বের ষোলোতম বৃহৎ দেশ।ত্রয়োদশ শতাব্দীতে মুসলিমদের আগমন ঘটে ইন্দোনেশিয়ায়। উত্তর সুমাত্রা হয়ে ক্রমে মুসলমানরা ছড়িয়ে পড়ে হাজার হাজার মাইলের বিস্তৃত দেশটিতে। ষোড়শ শতাব্দীতে দেশটির প্রধান ধর্ম হয় ইসলাম। বর্তমানে মোট জনসংখ্যার ৮৬ দশমিক ১ শতাংশ মুসলিম। দেশটিতে প্রায় ৮ লাখ মসজিদ রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন