আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ায় রাজধানী কুয়ালালামপুরে অবৈধভাবে আবাসিক হোটেল ব্যবসার দায়ে ২৮ বাংলাদেশিকে আটক করেছে স্থানীয় অভিবাসন দফতরের একটি দল।গতকাল শুত্রুবার গভীর রাতে কুয়ালালামপুরের প্রাণকেন্দ্রে একটি অভিজাত এলাকায় অভিযান চালিয়ে এ ২৮ জনকে আটক করা হয়।গতকাল শুক্রবার এক বিবৃতিতে অভিবাসন দফতরের মহাপরিচালক মুস্তাফার আলী এক বিবৃতিতে জানান,গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে দেখা যায় সাতটি প্রতিষ্ঠান কোনো ধরনের অনুমোদন ছাড়া আবাসিক হোটেল ব্যবসা চালিয়ে আসছিলেন।অভিযানের আগে ওই হোটেলগুলোকে কয়েক ঘণ্টা ধরে পর্যবেক্ষণ করা হয়। তিনি জানান, যাদের আটক করা হয়েছে, তাদের কারও কাছেই মালয়েশিয়ায় আসার যথাযথ কোনো কাগজপত্র ছিল না। অভিযানকালে নগদ ২৯ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত (৬ লাখ ১৭ হাজার টাকা) এবং অবৈধ হোটেল ব্যবসার বেশ কিছু নথিপত্র জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন অভিবাসন দফতরের কর্মকর্তারা।